বিশ্ব জনসংখ্যা দিবসে সেবা প্রদানের জন্য জেলা পর্যায়ে ৫ কাট্যাগরিতে রাউজান উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গতকাল ১১ জুলাই রবিবার চট্টগ্রাম জেলা থেকে এই ঘোষনা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী এই তথ্য জানিয়ে বলেছেন জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে পুরষ্কার পাচ্ছে রাউজান উপজেলা, গহিরা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী কমিনিউটি মেডিকেল অফিসার নির্মল কুমার ভট্টচার্য্য, হলদিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র, হলদিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা কহিনুর আকতার, গহিরা ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক ইফতেহার উদ্দিন। এই পুরষ্কার দেয়া হচ্ছে মা ও প্রসুতি সেবা প্রদানের জন্য। ইতিপূর্বে রাউজান উপজেলা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। জানা যায় রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বহুমুখী অবদান রেখে আসছেন।