লোহাগাড়ার কলাউজানে পুকুরে ডুবে মো. সাঈদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের দারোগা পাড়ায় বসতবাড়ি সংলগ্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু মো. সাঈদ ওই এলাকার ফৌজুল কবিরের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে খেলাচ্ছলে বাড়ি সন্নিহিত পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ শিশু সাঈদকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একইদিন রাতে নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।