তুলাতলিতে মসজিদ সংস্কারে এমপি আফছারুল আমিনের অনুদান

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ তুলাতলী আবু-হুরাইয়া জামে মসজিদ সংস্কারে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমিনের পক্ষে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের শিশু ও নারী বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি। বিশেষ অতিথি ছিলেন সাংসদ ডা. মো. আফছারুল আমিন তনয় ডা. মাহিদ বিন আমিন। প্রধান বক্তা ছিলেন আ. লীগ নেতা এসএম খালেদ বাবলু।
তুলাতুলি মহল্লা কমিটির সভাপতি ও নাসিরাবাদ পলিটেকনিক ইউনিট আ. লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন মহল্লা কমিটির উপদেষ্টা আলহাজ্ব মাইনুল ইসলাম নোয়াব, আব্দুল বাতেন, প্রফেসর মাইন উদ্দিন চৌধুরী, আবুল কাশেম, আব্দুল মালেক, মোহাম্মদ আলী, আমির হোসেন, মহিলা কাউন্সিলরের পিএস জাহাঙ্গীর হোসেন, আবু হুরাইয়া এতিমখানার পরিচালক মা. আলহাজ্ব আবুল বাশার, বারে রহমত মহিলা এতিমখানা পরিচালক আলহাজ্ব আনোয়ার ইসলাম আনসারী, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. উজ্জল, মো. নাছির, মো. রিপন প্রমুখ। এর আগে মাওলানা আলহাজ্ব হাফেজ এসান এর পরিচালনায় সমগ্র দেশবাসী ও সাংসদ মো. আফছারুল আমীনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর মহিউদ্দিন চৌধুরী সাদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে ব্যবসায় প্রশাসন ও পাবলিক হেলথ বিভাগের ওরিয়েন্টেশন