ঘুম কারো দাসত্ব মানে না। হুকুম করলেই চোখ জুড়ে ঘুম আসবে না। এমনকি অন্যের ভূমি আর অন্যের রাজত্বে গেলেও ঘুম হয়ে যায় হারাম। ঘুমের আয়োজনেও ঘুম বিদায় নেয় বিছানা থেকে। শুধুমাত্র প্রয়োজনেই ঘুম পাখা মেলে বসে চোখের পাতায়। মাঝেমধ্যে আবার অকারণেই চোখ জুড়ে ঘুম নেমে আসে, দীর্ঘদিন এমন তপ্ত আবহাওয়া অতিক্রান্ত হয়ে বর্ষার আগমনী প্রতিক্ষা আর বৃষ্টি বিলাসী মনে রিমঝিম রুমঝুম, রুমঝুম -রিমঝিম…