এবারের সেরা রাঁধুনী ১৪২৭-এর বিজয়ী হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের অধ্যাপক এস. এম আবু তাহেরের কনিষ্ঠ কন্যা সাদিয়া তাহের। দ্বিতীয় হয়েছেন খুলনার নাদিয়া নাতাশা এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকার মরিয়ম হোসেন নূপুর। ছয় মাসেরও বেশি সময়ব্যাপী প্রতিযোগিতা শেষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের হাতে ট্রফি ও স্মারক চেক তুলে দেন প্রতিযোগিতার তিন বিচারক- অঞ্জন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম। বিজয়ী হিসেবে সাদিয়া তাহের পেয়েছেন পনেরো লক্ষ টাকা, নাদিয়া নাতাশা পেয়েছেন দশ লক্ষ টাকা এবং মরিয়ম হোসেন নূপুর পেয়েছেন পাঁচ লক্ষ টাকা। দেশের নানা প্রান্তের রন্ধনশিল্পীদের রান্নার প্রতিভার কথা সারাদেশকে জানানোর প্রতিশ্রুতি নিয়ে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ৬ষ্ঠ বারের মতো সেরা রাঁধুনী প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেরা রাঁধুনী ১৪২৭-এর মহামঞ্চে অংশ নেয়া বাকি বারোজনের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও চেক তুলে দেন প্রতিযোগিতার তিন বিচারক এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবং অঞ্জন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।