আকবর শাহ থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন সেট ও দুটি ট্যাব। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি জহির হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন রিংকি বেগম (২৬), স্বামী মো. জাকির হোসেন প্রকাশ সাইফুল ইসলাম এবং পাখি আক্তার (১৯), স্বামী মো. বশির আহম্মদ।
ওসি আকবরশাহ আজাদীকে বলেন, গত ১০ জুলাই আকবরশাহ কাঁচাবাজার এলাকার আকবরশাহ মাজার ১ নং রোডের হোল্ডিং নং-৪০৯৫/ডি বাসার ভেতর অজ্ঞাতনামা চোর প্রবেশ করে একটি ৭৪ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, ১৫ হাজার টাকা মূল্যের একটি ট্যাব, এক লাখ বিশ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ, ২০ হাজার টাকা মূল্যের একটি ট্যাবসহ মোট দুই লাখ ঊনত্রিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে নিহার সুলতানা (৪৩) থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন টিকেট প্রিন্টিং কলোনিস্থ রেলওয়ে নিরাপত্তা বিভাগের রুবেল শেখের ভাড়া ঘর থেকে চুরিতে জড়িত রিংকি বেগম (২৬) ও পাখি আক্তারকে (১৯) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুজন জিজ্ঞাসাবাদে জানান, তারা বাদিনীর বাসার দরজা খোলা পেয়ে বাসার ভেতরে প্রবেশ করে বর্ণিত মালামালসমূহ চুরি করে পালিয়ে যায়। তারা পেশাদার চোর। আসামিদ্বয় একইভাবে নগরীর বিভিন্ন বাসাবাড়িতে ছদ্মবেশে প্রবেশ করে চুরি করেছে।












