টেকনাফ ক্যাম্প থেকে উখিয়ায় ২৩২ রোহিঙ্গা স্থানান্তর

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১১:০৭ অপরাহ্ণ

টেকনাফ ক্যাম্প থেকে উখিয়ার বালুখালীতে গত দুই দিনে ২৩২ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে টেকনাফে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকে আজ রবিবার (১১ জুলাই) ২৮টি রোহিঙ্গা পরিবারের ১শ ৩১ জন এবং গতকাল শনিবার (১০ জুলাই) একই ক্যাম্প থেকে ২৩টি রোহিঙ্গা পরিবারের ১০১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের ২৩নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যের সহায়তায় ২৮টি রোহিঙ্গা পরিবারের ১শ ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু শরণার্থীকে শামলাপুর হতে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুর ১টার দিকে ২৩টি রোহিঙ্গা পরিবারের ১০১ জন শরণার্থী শামলাপুর হতে উখিয়া (ক্যাম্প-১৮) বালুখালী ক্যাম্পে স্থানান্তর করা হয়।
এই ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে শামলাপুর থেকে এই রোহিঙ্গাদের অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আগুনে পুড়েছে ৩ বসতঘর
পরবর্তী নিবন্ধহাজারী গলিতে করোনার টিকা তদন্তে পাঁচ সদস্যের কমিটি চসিকের