ফটিকছড়িতে ভূমিহীনদের গৃহ নির্মাণ পরিদর্শনে জেলা প্রশাসক

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুণগত মান পর্যবেক্ষণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানের নেতৃত্বে প্রশাসনের একটি টিম। গতকাল শনিবার ফটিকছড়ি পৌরসভার ৮০টি ও পাইন্দং ইউনিয়নের ১৮৮টি গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে স্থান ও উপকারভোগীর নির্বাচন এবং কাজের গুণগত নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রশাসক মমিনুর রহমান।
এ কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রশাসক বলেন, একটি ভাল কাজ যখন হয় ষড়যন্ত্রকারীরা তখন থেমে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে সমস্ত বিশ্ব। পরে উপকারভোগীর মাঝে মানবিক সহায়তা ও ৩টি করে বৃক্ষ প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌর মেয়র ইসমাইল হোসেন, পিআইও আবুল হোসেন, পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার স্বপন, কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকার ফ্রি নিবন্ধন
পরবর্তী নিবন্ধমাতৃ ও শিশু স্বাস্থ্যে অবদান আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাচ্ছেন ডা. শরীফ