সৌদিয়া আরবের জেদ্দায় হৃদরোগে হাফেজ দেলোয়ার হোসাইন (২৪) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত যুবক দেলোয়ার হোসাইন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহছেন চৌধুরী পাড়ার ওয়াহিদুল আলমের পুত্র। স্থানীয় ইউপি সদস্য সুনীল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেলোয়ার হোসাইন প্রায় ৩ বছর আগে জীবিকার তাগিদে সৌদিয়া আরব যান। তার এক নিকটাত্মীয়ের মাধ্যমে পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে। এদিকে, হাফেজ দেলোয়ার হোসাইনের মৃত্যুর খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।