‘বাংলা বার্সা’কে স্বীকৃতি দিল এফসি বার্সেলোনা

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার কিছু বাংলাদেশী ভক্তদের নিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে ফেসবুক গ্রুপ ‘এফসি বার্সেলোনা লাভার্স ক্লাব বাংলাদেশ’। ২০১২ সালের দিকে প্রথমবারের মত বার্সার অফিসিয়াল ফ্যানগ্রুপ বা ‘পেনইয়া’র সম্পর্কে ধারণা আসে। ‘এফসি বার্সেলোনা লাভার্স ক্লাব বাংলাদেশ’ গ্রুপের সদস্যদের মধ্যে কয়েকজন তরুণ স্বপ্ন দেখেন বাংলাদেশের এই গ্রুপকে অফিসিয়াল রিকগনিশন এনে দেওয়ার। কিন্তু অফিসিয়াল হওয়ার জটিল সব নিয়মকানুনের জন্য স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল না। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার কয়েক চেষ্টার করেও সফল হওয়া যায় নি। ২০১৮ সালের শেষ দিকে এসে আবারও নতুন উদ্যমে অফিসিয়াল হওয়ার জন্য চেষ্টা শুরু করা হয় এই গ্রুপের পক্ষ থেকে। এবারের আড়াই বছরের যাত্রায় এই গ্রুপেরই কিছু সদস্য দায়িত্ব নিয়ে শুরু করেন কাজ। দীর্ঘ আড়াই বছরের চেষ্টার পর গত ৮ই জুলাই, বার্সার ওয়ার্ল্ড পেনইয়া ফেডারেশনে পক্ষ থেকে বাংলাদেশের প্রথম বার্সেলোনা ফ্যানবেস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই গ্রুপকে। এর মাধ্যমে বার্সার বিভিন্ন অফিসিয়াল সুবিধা পাবে বাংলাদেশী বার্সা ভক্তরা। বাংলাদেশে বসে বার্সেলোনার অফিসিয়াল মেম্বারশিপ পাওয়ার মত সুবিধা পাওয়ার পথ খুলে গেল বাংলাদেশীদের জন্য। ক্লাব নীতিমালা অনুযায়ী পেনইয়ার অফিশিয়াল নামকরণ করা হয়েছে ‘পেনইয়া ব্লাউগ্রানা বাংলা বার্সা ডি ঢাকা’। পেজের পক্ষ থেকে ফটো ফ্রেম বানানো হয়েছে ভক্তদের জন্য। পরবর্তীতে আরো বিভিন্ন কর্মসূচি নিয়ে পেনইয়ার কার্যক্রম সচল রাখার মাধ্যমে এফসি বার্সেলোনা ও তার বাংলাদেশি ভক্তদের মধ্যকার এ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের আসল পরীক্ষা নেবে ইতালির জর্জিনিয়ো-ভেরাত্তি
পরবর্তী নিবন্ধবড় লক্ষ্যের রেকর্ড বাংলাদেশের