নগরবাসীকে জরুরি চিকিৎসাসেবা দিতে হটলাইন সার্ভিস চালু করেছে নগর বিএনপি। হটলাইনের নির্দিষ্ট নম্বরে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন যে কেউ। একইসঙ্গে হটলাইনে চাহিদা জানালে জরুরি অক্সিজেন সিলিন্ডারও ঘরে পৌঁছে দেওয়া হবে। এছাড়া প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়েও জরুরি চিকিৎসাসেবা দেয়া হবে।
হটলাইন নম্বর হচ্ছে- ০১৮১৯১০২১৭১, ০১৮১৯৯১৭৪৭৫, ০১৭১৬৩৪৯৭১২, ০১৯১৬৪৫৩২৩০, ০১৭১৭৪২২৭১৫ ও ০১৬৮০০৬৮২৭৭। গতকাল শনিবার দুপুরে হটলাইন সার্ভিসের উদ্বোধন করা হয়। এসময় জানানো হয় ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় হটলাইন ও চিকিৎসাসেবা পরিচালিত হবে। এ সময় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের বড় বড় সরকারি হাসপাতালগুলোর বেহাল অবস্থা। সরকারি হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার এবং হাই ফ্লু অক্সিজেন না থাকায় করোনা রোগীরা সেবা পাচ্ছে না। এ অবস্থায় জনগণের কথা চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা হটলাইন চিকিৎসাসেবা চালু করেছি। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, প্রথম থেকেই আমরা হটলাইনে নগরবাসীকে সেবা দিয়েছিলাম। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের দুর্যোগ মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল। এখনো আছে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, সাবেক উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ মানিক, নগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, মনজুর রহমান চৌধুরী, ডা. এস এম সারোয়ার আলম, ডা. মো. মিনহাজ উল আলম, ডা. মো. মেহেদী হাসান ইমন, আনিসুল হক, আসাদুর রহমান টিপু, আলাউদ্দিন আলো, আমিনুল ইসলাম মামুন প্রমুখ।