সমসাময়িক ইস্যু নিয়ে তরুণদের ভাবনার অনুষ্ঠান ইচ্ছেতলা গত ৯ জুলাই ভার্চুয়াল মাধ্যেমে অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে এই অনুষ্ঠানে অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সঞ্চলনায় এই আযোজনে তরুণদের প্রতিনিধিত্ব করেন সাংবাদিক শাহাদাৎ হোসাইন, প্রবাসী শিক্ষার্থী রবিউল হোসেন চৌধুরী, আইনজীবী তাসনিয়া আল সুলতানা ও সবুজ মণ্ডল। আয়োজনে আমন্ত্রিত ৪ জন তরুণ করোনা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।
গণমাধ্যমকর্মী শাহাদাত হোসাইন উদ্বেগ প্রকাশ করে বলেন, কঠোর লকডাউনে সমাজের খেটে খাওয়া অসংখ্য মানুষ আয় হারিয়েছে। তাদের সাহায্যে সরকারের নগদ সহায়তা কর্মসূচি আবারো শুরু করা উচিত। সেই সাথে সমাজের সামর্থবানদেরও যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান এই তরুণ। স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পড়তে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তাসনিয়া আল সুলতানা। জার্মানি থেকে সংলাপে যোগ দেয়া তরুণ রবিউল হোসেন চৌধুরী তুলে ধরেন কিভাবে উন্নত দেশের মানুষের সাথে আমাদের দেশের মানুষের নিয়ম পালনের পার্থক্য কতটা। তরুণদের প্রশ্নের উত্তরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, বিশাল জনসংখ্যা এই দেশে সবকিছুই সহজে করে ফেলা যায় না। যে কারণে উন্নত দেশগুলো তাদের অধিকাংশ জনগণকে টিকার আওতায় আনতে পারলেও আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, এদেশের মানুষের নিয়ম ভঙ্গের প্রবণতা বেশি। সরকারের মহামারী নিয়ন্ত্রণ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপগুলো বাস্তবে রূপ দিতে হলে তরুণদের সচেতন হতে হবে এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।