চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। গত ৯ জুলাই সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটস্থ মেয়রের বাসভবনে সৌজন্য সাক্ষাতে মেয়র রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত পূজা পরিষদ নেতৃবৃন্দ। এসময় সিটি মেয়র নবনির্বাচিত পূজা কমিটিকে অভিনন্দন জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সদ্যবিদায়ী সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাবেক সভাপতি সাধন ধর, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, সাবেক সাধারণ সম্পাদক অর্পণ কান্তি ব্যনার্জী, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, সুজিত দাশ, উত্তর জেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, পরিষদ কর্মকর্তা সজল দত্ত, বিপ্লব সেন, অঞ্জন দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











