মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের খাবার বিতরণ

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:১৪ পূর্বাহ্ণ

চলমান লকডাউন কঠোর বিধি নিষেধের কারণে কর্মহীন বেকার দুস্থ অসহায় মানুষের মাঝে গতকাল শনিবার হযরত আমানত শাহ দরগাহ সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানার ছাত্রদের মাঝে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
নগর ছাত্রলীগের সাবেক সভাপতিও চউক বোর্ড সদস্য এম.আর আজিমের নির্দেশে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় আলী রেজা পিন্টু, সাজ্জাদ হোসেন, একরামুল হক রাসেল, আবুল মনসুর টিটু, সাব্বির সাকির, ফরহাদ হক, মো. ওহিদ বিন ইউনুস, সুফিয়ান সিদ্দিকী নিলয়সহ এতিমখানার সংশ্লিষ্ট দায়িত্বরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়ায় খাদ্যসামগ্রী বিতরণ