রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ত্রাণ বিতরণ

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:১৪ পূর্বাহ্ণ

‘মানবতা উজ্জ্বল হোক সেবার আলোয়’- প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় অস্বচ্ছল, নিম্নবিত্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় প্রায় দুই শতাধিক কর্মহীন ও অসচ্ছল মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর লেফটেন্যান্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের আইপিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সহ-সভাপতি জামাল উদ্দিন সিকদার ও ক্লাব সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসনাতনী গণজাগরন মঞ্চের দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের খাবার বিতরণ