চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চন্দনাইশের জোয়ারা রাস্তার মাথা এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে।
নিহতের নাম আবদুল হামিদ (৩০) ও আহতের নাম মো. তারেক (২৪)। হতাহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। আহত
মো. তারেক আলী আহমদের পুত্র। আজ শনিবার (১০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, পটিয়া উপজেলার অলিরহাট পূর্ব আজিমপুর শেখ পাড়া এলাকার আব্দুস সাত্তারের পুত্র আব্দুল হামিদ ও তার চাচাতো ভাই মো. তারেক মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে চন্দনাইশের দোহাজারীর দিকে আসছিলেন।
পথিমধ্যে তারা জোয়ারা বদুরপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (নং-চট্টমেট্রো-শ ১১-০৮৪৮) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দু’ভাই গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হামিদকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন। আহত তারেককে ২৮নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, দুর্ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত দু’জনকে প্রথমে বিজিসি ট্রাস্ট ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে আব্দুল হামিদ মারা যায়।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।