এপিক হেলথ কেয়ারের সাথে টিসিজেএর চুক্তি স্বাক্ষর

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্য ও পরিবারবর্গের চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে কোভিডসহ অন্যান্য সকল টেস্টে বিশেষ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে এপিক হেলথ কেয়ার কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এপিক হেলথ কেয়ারের কনফারেন্স রুমে টিসিজেএ সভাপতি এনামুল হক এবং এপিক হেলথ কেয়ারের ডাইরেক্টর অপারেশন অ্যান্ড সিইও ডা. এনামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট জসিম উদ্দিন, টিসিজেএ সাধারণ সম্পাদক দিপঙ্কর দাস বাবু। এ সময় এপিক হেলথ কেয়ারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট জহির রায়হান, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, রুমাত মুস্তাকিম প্রমুখ, টিসিজেএর পক্ষে সহ সভাপতি আলী আকবর, প্রচার সম্পাদক আশরাফুল আলম মামুন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অমিত দাস উপস্থিত ছিলেন।
এ সময় এপিক হেলথ কেয়ারের ডাইরেক্টর অপারেশন অ্যান্ড সিইও ডা. এনামুল হক বলেন, মহামারীর এই সময়ে বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এপিক হেলথ কেয়ারের সকল কর্মী। এপিক হেলথ টেস্টের ক্ষেত্রে নতুন নতুন মেশিন সংযোজন করছে যেমন মোলকুলার বায়োলজি ও হিস্টোপ্যাথলজি ও ইউমিউনোহিস্টোক্যামিস্ট্রি ল্যাব। এই চুক্তির আওতায় টিসিজেএর সদস্য এবং তাদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ারের চিকিৎসা ও অন্যান্য সেবাসমূহে স্পেশাল ডিসকাউন্ট ও প্যাকেজ সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিমখানায় দক্ষিণ জেলা যুবলীগের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের খাবার ও মাস্ক বিতরণ