আমরা দুজন হেঁটে চলেছি পাশাপাশি
মাঝখানে বেশ খানিকটা দূরত্ব রেখে।
কেউ কারো হাত ছুঁইনি,
কিন্তু আমরা পরস্পরের হৃদয় ছুঁয়েছি।
আমরা দুজন হেঁটে চলেছি পাশাপাশি
কখনো আমি পিছিয়ে পড়ছি,
তুমি থমকে দাঁড়িয়েছ আমাকে তোমার
সাথে রাখবে বলে।
কখনো আমি জোর কদমে এগিয়ে গেছি সামনে
তুমি আমাকে থামাচ্ছো না
বরং প্রশ্রয়ের দৃষ্টি তোমার চোখে।
আমি দাঁড়িয়ে তোমাকে দেখছি।
আমরা দুজন হেঁটে চলেছি পাশাপাশি
পেছনে বহু মানুষের ভ্রুকুটি, নিন্দা,
হুইসেল, লাল কার্ড, অবশেষে
মেকি ভালবাসার বুলিতে আটকে রাখার চেষ্টা।
তবু আমরা থামছি না
আমরা বুঝে গেছি আমাদের এগুতে হবে।
আমরা দুজন হেঁটে চলেছি পাশাপাশি
পিছনে ফেলে যাচ্ছি
পিঁপড়ের মত সারি সারি তুচ্ছতা, অপমান আর
না বলা কিছু কষ্টের গ্লানি।