চট্টগ্রাম দরবারের সুফি বৈঠক

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

হযরত মাওলানা সুফি ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.) স্মরণে মাসিক সুফি বৈঠক ও ছেম’আ মাহফিল গত মঙ্গলবার চট্টগ্রাম দরবার শরীফ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। প্রতি বাংলা মাসের ২২ তারিখ এ সুফি বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দরবারের ভক্ত-মুরিদদের উদ্দেশ্যে ভার্চুয়ালি তকরির পেশ করেন রাহে ভাণ্ডার তরিকার পীর দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ। এতে ছেম’আ সঙ্গীত পরিবেশন করেন রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ড ভূষিত বিশিষ্ট কাওয়াল মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, আল্লাহর অলিদের কোন ভয় নেই। তাঁরা জাগতিক ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকেন। মানুষ আরাম-আয়েশ, মান-সম্মান ও ধন-সম্পদের সামান্য ক্ষতিতে মুষড়ে পড়ে। সামান্য কষ্টে অস্থির হয়ে ওঠে। আল্লাহর অলিরা এসবের ঊর্ধ্বে। দুনিয়ার ভোগবিলাস, আরাম-আয়েশ তাঁদের কাছে গুরুত্বহীন। আল্লাহর হুকুম পালনে তাঁরা মান-অপমানের ধার ধারেন না। বিপদাপদে তাঁরা ধৈর্য ধারণ করেন। সব সময় তাঁরা আল্লাহর স্মরণে মগ্ন থাকেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা-উপজেলায় অভিযান অব্যাহত
পরবর্তী নিবন্ধডেমোক্র্যাটিক পার্টির শাহানার সাথে চিটাগাং অ্যাসো. নেতৃবৃন্দের মতবিনিময়