স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ মামলা, জরিমানা

নগরীতে চসিকের অভিযান

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর জাকির হোসেন বাই লেইন, ঝাউতলা বাজার, ঝাউতলা কলোনি, ওয়ার্লেস মোড় এলাকা, পাহাড়তলী থানা রোড, ডিটি রোড, পাহাড়তলী বাজার এলাকায় করোনাভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারী স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯টি মামলায় ৯ ব্যক্তিকে ২ হাজার ২শত টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ম্যজিস্ট্রেটরা মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে। অভিযানে ম্যাজিস্ট্রেটগদের সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়ায় ৪০০ পরিবার পেল নওফেলের খাদ্যসামগ্রী