দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার আত্মসমর্পণ

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা আদালত অবমাননার দায়ে হওয়া ১৫ মাসের কারাবাসের সাজা খাটতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার তিনি নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে বাহিনীটির এক মুখপাত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশের মুখপাত্র লিরাল্ডজু থেম্বা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, জুমা পুলিশ হেফজাতে ছিলেন। খবর বিডিনিউজের।
সাংবিধানিক আদালতের রায় মেনে চলতে সাবেক প্রেসিডেন্ট এ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পৃথক এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার সংশোধন পরিষেবা বিভাগ জানিয়েছে, জুমাকে এস্টকোর্ট কারেকশনাল সেন্টারে ভর্তি করা হয়েছে। জুমাকে বহনকারী গাড়িবহর এই কেন্দ্রে প্রবেশ করছে, এ দৃশ্য টেলিভিশনে সরাসরি সমপ্রচার করা হয়েছে।
২০১৮ পর্যন্ত তার নয় বছরের শাসনামলে হওয়া দুর্নীতি নিয়ে চলা তদন্তে প্রামাণিক তথ্য দেওয়ার জন্য ফেব্রুয়ারিতে জুমাকে নির্দেশ দিয়েছিল আদালত। এই নির্দেশ না মানায় গত সপ্তাহে জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেয় আদালত। দক্ষিণ আফ্রিকার উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো ওই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।
বুধবারের মধ্যে কোনো থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ না করলে জুমাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে। তার গ্রেপ্তার প্রতিরোধের চেষ্টায় শত শত সমর্থক জুমার গ্রামের বাড়ির কাছে জড়ো হয়, তাদের কিছু অংশ বন্দুক, বর্শা ও ঢালে সজ্জিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৭৯ বছর বয়সী জুমা শান্তভাবে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় লন্ডভন্ড চট্টগ্রামের ফুটবল লিগ সহ নানা ইভেন্ট
পরবর্তী নিবন্ধইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলা