৭০ হাজার ডোজ চীনা টিকা চট্টগ্রামে আসছে রোববার

যাবে উপজেলায়ও

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

সিনোফার্মের তৈরি আরো ৭০ হাজার ডোজ চীনা টিকা চট্টগ্রামে আসছে রোববার। রোববার সকাল ৭টার দিকে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছাবে। দ্বিতীয় দফায় চট্টগ্রামের জন্য এই সংখ্যক চীনা টিকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সিনোফার্মের তৈরি আরো ৭০ হাজারের সামান্য বেশি ডোজ টিকা চট্টগ্রামের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ দেয়া এসব টিকা আগামী রোববার সকালে এসে পৌঁছাবে বলে সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন।
টিকা পৌঁছানোর পর তা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ রাখা হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে এসব টিকা পাঠানো হবে জানিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিনোফার্মের তৈরি টিকা উপজেলা পর্যায়েও প্রয়োগ করা হবে। তাই এই টিকা উপজেলা পর্যায়েও পাঠানো হবে। আগামী সপ্তাহে মর্ডানার টিকাও চট্টগ্রামে আসছে। তবে মর্ডানার টিকা কেবল সিটি কর্পোরেশন এলাকাতেই দেয়া হবে বলে জানান সিভিল সার্জন। এর আগে প্রথম দফায় সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা পেয়েছে চট্টগ্রাম। টিকা প্রাপ্তির পর গত ১৯ জুন থেকেই চীনা এ টিকার প্রয়োগও শুরু হয়েছে চট্টগ্রামে। মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেয়ার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে এ টিকাদান শুরু হয়। পরে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি অগ্রাধিকার তালিকাভূক্ত অন্যদের টিকাদান কার্য়ক্রমও শুরু হয়। যা বর্তমানে চলমান রয়েছে। তবে চমেক হাসপাতাল কেন্দ্রের বাইরে চট্টগ্রামের আরো দুটি (চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল) কেন্দ্রেও চীনা এ টিকাদান কার্যক্রম চলছে।
কারা পাবেন সিনোফার্মের টিকা :
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সিনোফার্মের এ টিকা প্রথম ডোজ হিসেবে দেয়া হচ্ছে। প্রথম ডোজ গ্রহীতাদের এ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে এক মাস (২৮ দিন) পর। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং কলেজ, আইএইচটি ও ম্যাটস-এর শিক্ষার্থীরা এ টিকা প্রাপ্তির ক্ষেত্রে এবার অগ্রাধিকার তালিকায় রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেবল সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের এ টিকা দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এছাড়া করোনায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও সাংবাদিকদের মধ্য থেকে নিবন্ধন করেও কেউ যদি টিকা না পেয়ে থাকেন, তবে তারাও অগ্রাধিকার ভিত্তিতে এ টিকার প্রথম ডোজ পাবেন। এর বাইরে যে কেন্দ্রে সিনোফার্মের টিকাদান চলছে, ওই কেন্দ্রে টিকা গ্রহনের জন্য পূর্বে অনলাইনে নিবন্ধনকারীরাও এ টিকা গ্রহনের সুযোগ পাবেন। আর উল্লেখযোগ্য কয়েকটি বড় প্রকল্পে কর্মরতদের পাশাপাশি মৃতদের দেহ সৎকারে নিয়োজিত কর্মী, চীনা নাগরিক এবং বিদেশগামী কর্মীদেরও এ টিকার অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।
টিকার জন্য নিবন্ধন ফের চালু : করোনার টিকার জন্য সুরক্ষা পোর্টালে মঙ্গলবার রাত থেকে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। নিবন্ধনে বয়স সীমা এবার ৩৫ বছরে নামিয়ে আনা হযেছে। অর্থাৎ এখন থেকে ৩৫ বছর এবং তদুর্ধ্ব বয়সীরা সহজেই টিকার জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন। নিবন্ধনের পর মোবাইলে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে তারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় সবমিলিয়ে ৮ লাখ ডোজের সামান্য বেশি (অঙফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার) টিকা পায় চট্টগ্রাম। ৭ ফেব্রুয়ারি এই টিকার প্রথম ডোজ টিকাদান উদ্বোধনের পর গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয় চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে- চট্টগ্রামে এ পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজারের মতো টিকাগ্রহীতা তাদের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে চট্টগ্রামের (মহানগরসহ জেলায়) মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন মানুষ এই (অঙফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার) টিকার প্রথম ডোজ নেন। হিসেবে প্রথম ডোজ নেয়া আরো প্রায় লক্ষাধিক টিকা গ্রহীতা দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। এরই মাঝে প্রথম ডোজ গ্রহনের পর অনেকের সময়ের ব্যবধান তিন মাস পার হতে চলেছে। অনেকের আরো বেশি। কিন্তু দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান আসামি নয়নের গ্রেপ্তার নিয়ে ধুম্রজাল
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার ভাইয়ের মামলা