প্রধান আসামি নয়নের গ্রেপ্তার নিয়ে ধুম্রজাল

ছাত্রলীগ কর্মী আশরাফ হত্যা মামলা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় ছাত্রলীগ কর্মী আশরাফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন সরকারকে গ্রেপ্তার ও পরে জামিন নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডের পর ভারতে পালিয়ে যায় নয়ন। সম্প্রতি দেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হলেও বাবার নাম মিথ্যা দিয়ে সে জামিন নিয়ে আবার পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি চাউর হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে গত ১৩ জুন রাতে বিএসএফ এর হাতে আটক হয় নয়ন সরকার। পরে বিজিবির কাছে হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়। নয়নকে ভারত থেকে অনুপ্রবেশের কারণে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। এ ঘটনায় তাকে কলারোয়া থানায় হস্তান্তরের পর ২ দিন জেল খাটে। গত ২৯ জুন সে জামিন নিয়ে আবারো পালিয়ে যায়।
৬ দিন পর আনোয়ারা থানা পুলিশ তার আটক হওয়ার বিষয়ে একটি বার্তা পায় বলে জানান আনোয়ারা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল ফারেজ জুয়েল।
আনোয়ারা থানা সূত্র জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় জয়কালী বাজারের মা কমিউনিটি সেন্টারের সামনে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দীন চৌধুরীকে (১৭) কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী ছুরিকাঘাত করে। এরপর রাতেই চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আশরাফের বাবা বাদী হয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপ সম্পাদক নয়ন সরকারকে প্রধান আসামি করে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে নয়ন সরকারসহ আসামিরা পলাতক রয়েছে। সেই সময় নয়ন সরকার ভারতে পালিয়ে যাওয়ার খবর আলোচনায় আসে। ঘটনার ৪ মাস ১৭ দিন পর গত ৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইজবুক) ও স্থানীয় সূত্রে জানা যায়- আশরাফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন সরকার ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে গ্রেপ্তার হয়। আনোয়ারা থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল ফারেজ জুয়েল জানান,গত ৬ জুলাই সাতক্ষীরা কলারোয়া থানার একটি তদন্ত স্লিপের মাধ্যমে জানতে পারি ছাত্রলীগ কর্মী আশরাফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন সরকার গত ১৩ জুন সাতক্ষীরায় আরো ৬ জনসহ বিএসএফ এর হাতে আটক হয়। পরে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা হয়। মামলায় ২ দিন জেল খেটে গত ২৯ জুন সে আবারো পালিয়ে যায়। নয়ন সরকার আটক হওয়ার পর বাবার নামে ভূল তথ্য দিয়ে সুযোগ নেয়। এ ঘটনার তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়ার সাফল্য
পরবর্তী নিবন্ধ৭০ হাজার ডোজ চীনা টিকা চট্টগ্রামে আসছে রোববার