সন্দ্বীপ ও হাটহাজারী উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পৃথক দুটি বিয়ে অনুষ্ঠানে হানা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে দুটি বিয়েবাড়ির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় এসময় দুই পরিবারের কাছ থেকে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুন্সিপাড়া ও হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের যুগীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সন্দ্বীপ প্রতিনিধি জানান, সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার দিকে বরপক্ষ ও কনেপক্ষের উপস্থিতিতে গমগম করছিল উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মুন্সিপাড়ার এক বিয়েবাড়ির উঠান। কেউ খেয়ে চলে গেছে, কেউ খাচ্ছে, কেউ আবার খাওয়ার অপেক্ষায়। আড্ডায় মশগুল অনেকে। ঠিক এমন সময় পুলিশসহ আমরা হাজির হলে খাওয়া ফেলে যে যার মতো পালিয়ে যান। মুহূর্তেই সুনশান বিয়েবাড়ি। তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে আয়োজিত বিয়ে অনুষ্ঠানে হানা দেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ্। তিনি জানান, বিয়ে বাড়িতে প্রায় শ’খানেক লোকের ভোজের ব্যবস্থা করা হয়। বিয়ে বাড়িতে আমরা উপস্থিত হলে অতিথিরা সটকে পড়েন।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ্ বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে বাড়ির ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করা হয়েছিল। বরযাত্রী আসার পূর্বেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং লোকজনের জমায়েত বন্ধ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।












