নন এমআইসিআর চেক নিয়ে জটিলতা কাটল

ঠিকাদার সাপ্লাইয়াররা স্বস্তিতে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে প্রতিবেদন প্রকাশের জেরে চট্টগ্রামে সরকারি ট্রেজারি বিলের নন এমআইসিআর (ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকটার রিকগনিশন) চেক নগদায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে চলতি অর্থবছরের প্রথম সপ্তাহে তৈরি হওয়া প্রায় ৫শ কোটি টাকার নন এমআইসিআর চেক নিয়ে জটিলতা কেটেছে। গতকাল (বৃহস্পতিবার) থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো সংশ্লিষ্ট গ্রাহকদের সেই নন-এমআইসিআর চেক জমা নিতে শুরু করেছে। তবে কয়েকটি ব্যাংক এখনো বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন না পাওয়ার অযুহাত দেখিয়ে এসব নন-এমআইসিআর চেক গ্রহণে অসম্মতি জানিয়েছে বলে অভিযোগও রয়েছে।
প্রসঙ্গত, সরকারি ট্রেজারি বিলের নন-এমআইসিআর চেক বাংলাদেশ ব্যাংকে নগদায়ন আটকে দেওয়ার ঘটনায় দৈনিক আজাদীতে ৭ জুলাই ‘চট্টগ্রামে নগদায়ন হয়নি ৫শ কোটি টাকার চেক; বিপাকে ঠিকাদার ও সাপ্লাইয়াররা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
জানা যায়, গত জুন মাসে সরকারি বিভিন্ন উন্নয়ন ও পণ্য কেনার ব্যয় নির্বাহে সরকারি ট্রেজারি বিল পরিশোধে দেওয়া নন-এমআইসিআর চেক চট্টগ্রামে গত এক জুলাইয়ের পর থেকে নগদায়ন আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে থেকে সরকারি সিদ্ধান্ত ছিল ১ জুলাই থেকে এমআইসিআর চেকের মাধ্যমে সরকারি ট্রেজারি বিলের অর্থ পরিশোধ করা হবে। কিন্তু গত জুন মাসে পরিশোধিত নন এমআইসিআর চেকগুলোর মেয়াদ আগামী ২৬ জুলাই পর্যন্ত বলবৎ রাখে অর্থ বিভাগ। দেশের বিভিন্ন জেলায় আগে পরিশোধিত এসব নন-এমআইসিআর চেক চট্টগ্রামে নগদায়ন বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। গত ৭ জুলাই আজাদীকে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বাংলাদেশ ব্যাংক জুন মাসে দেওয়া মেয়াদ থাকা চেকগুলো নগদায়নের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার বাণিজ্যিকব্যাংকগুলো এসব নন-এমআইসিআর চেক গ্রহণ করে।
এ ব্যাপারে গণপূর্ত চট্টগ্রাম ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমদ দৈনিক আজাদীকে বলেন, ‘জুন মাসে ইস্যুকৃত নন এমআইসিআর চেক নগদায়ন না করায় চট্টগ্রামে জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু আজাদীতে প্রতিবেদন হওয়ার পর ঊর্ধ্বতন মহলের নির্দেশে চট্টগ্রামেও এসব চেক নগদায়নের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এতে কোটি কোটি টাকার চেক আটকে যায়। এখন চেকগুলো নগদায়নের সিদ্ধান্তে সকলের মাঝে স্বস্তি এসেছে।’ তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রায় সরকরি-বেসরকারি ব্যাংক এসব নন এমআইসিআর চেক গ্রহণ করলেও বৃহস্পতিবার গণপূর্ত বিভাগের একটি ছোট নন এমআইসিআর চেক ব্রাক ব্যাংকে পাঠানো হলেও তারা গ্রহণ করেনি।’ তারা বলেছে, বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে কোনো সার্কুলার পায়নি। অথচ অন্য বাণিজ্যিক ব্যাংকগুলো বৃহস্পতিবার এসব চেক নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক শামসুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক আজাদীকে বলেন, গত সপ্তাহে সরকারি ট্রেজারি বিলের নন এমআইসিআর চেকগুলো নগদায়ন না হলেও ৭ তারিখ এসব চেক নগদায়নের সিদ্ধান্ত হয়েছে। এসব চেক এখন ব্যাংকে জমাও হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুহূর্তেই সুনসান বিয়েবাড়ি