গরম বাতাসের উপস্থিতি বাড়ায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। আগামী দুই দিনে এটি লঘুচাপে রূপ নিতে পারে। আবহাওয়া অফিস গতকাল বৃহস্পতিবার রাতে এ আভাস দিয়েছে। আগামীকাল শনিবার নাগাদ লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও নিম্নচাপে পরিণত হতে পারে। খবর বাংলানিউজের।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী দুই দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।