রোটারী ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক নিয়মিত সভা ভার্চুয়ালি সম্প্রতি অনুষ্ঠিত হয়। ২০২১-২২ সালের মনোনিত সভাপতি প্রকৌশলী রোটারিয়ান প্রকৌশলী লফিকুল ইসলাম মানিক সভার প্রারম্ভে মিটিং কল টু অর্ডার করেন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার সূচনা করেন। সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনকে রোটারীর প্রত্যয় পাঠ করার জন্য অনুরোধ করেন। সভার শুরুতেই সদ্য প্রয়াত প্রকৌশলী এম. আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং ইসলামাবাদ ক্লাবের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, পিপি রাজিয়া হোসেন, পিপি ডা. জাহাঙ্গির আলম খান, পিপি প্রকৌশলী খুরশিদ আলম, প্রকৌশলী এম. রাজিব বড়ুয়াসহ সকলের রুহের মাগফেরাত কামনার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮২, বাংলাদেশের গভর্নর রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, রোটা বর্ষ ২০২২-২৩ এর গভর্নর রোহেলা খান চৌধুরী ও ২০২৩-২৪ এর মনোনিত গভর্নর প্রকৌশলী এম মতিউর রহমান, ২০২৩-২৪ এর ফাস্ট লেডি সামিনা ইসলাম। এতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বৈশ্বিক মহামারীর করোনা ভাইরাসে দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। সভাপতি সবশেষে আগামী বর্ষের কর্ম পরিকল্পনা ও কিভাবে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশলী করা যায় উপস্থিত সদস্যদের কাছে পরামর্শ নেন। ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে সদস্যদের মতামত ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন ওসমান গণি মনসুর, প্রকৌশলী মোহাম্মদ হারুন, শফিকুল আলম খান, এম. মুসলিম উদ্দিন, এ. এম. এহিউদ্দিন, এম জামাল উদ্দিন, বুরহান উদ্দিন আহম্েদ চৌধুরী, প্রকৌশলী এম. এ. রশিদ, এডভোকেট হুমায়ুন আকতার মোস্তাক, শওকত ওসমান, এম মাহফুজুল রহমান, এ এম. মহিউদ্দিন, এ এম. জামাল উদ্দিন, এম. খুরশেদুল আলম, মাহফুজুর রহমান, প্রকৌশলী এ. এম. হান্নান, প্রফেসর ড. মুনিরুল ইসলাম চৌধুরী, আর্কিটেক্ট সাইফুর রশীদ চৌধুরী, সেলিম রেজা সাগর, শাহাদাত হোসেন, ফজলে রাব্বি সিনান, মানজের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












