বোয়ালখালীতে ৯৫০ লিটার চোলাই মদ ও ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের বিনোদ চৌধুরীর ছেলে শ্রীধাম চৌধুরী (৪০) ও মৃত বানেশ্বর সূত্রধরের ছেলে রূপন সূত্রধরকে (৫৫) গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে ৯৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে শহিদুল্লাহকে (৪০) ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। থানা ওসি আবদুল করিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।