বাক্‌ ও শ্রবণ প্রতিবন্ধীদের প্রশিক্ষণে গুরুত্ব

চন্দনাইশ বধির উন্নয়ন সংঘের মতবিনিময়

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০৬ পূর্বাহ্ণ

চন্দনাইশের সাতঘাটিয়া পুকুরপাড় চন্দনাইশ বধির উন্নয়ন সংঘের মতবিনিময় সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি বলরাম চক্রবর্ত্তী। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তপু সামন্ত। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক হাফেজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বঙ্গবন্ধু সৈনিক লীগের দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন চৌধুরী, ইশারা ভাষা শিক্ষক ও বধির সংগঠক আকলিমা আকতার (দোভাষী) ও শিক্ষিকা গোপা দাশ। ইশারা ভাষায় বক্তব্য রাখেন পল্টু সামন্ত, ডা. কানন কান্তি চৌধুরী, তপু সামন্ত, কবির আহমদ, আবদুল জব্বার, বিজয় দে ও মো. কায়ছার।
প্রধান অতিথি চন্দনাইশ বধির উন্নয়ন সংঘকে এককালীন নগদ টাকা অনুদান প্রদান ও সংঘ পরিচালিত স্বেচ্ছাসেবী স্কুলের দুই শিক্ষকের এক বছরের বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।
বক্তারা বলেন, বাক্‌ ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। এদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ৩৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা