৯০ এর গয়কোচিয়া এবং ২০১৭ সালের সার্জিও রোমেরোর পর এবার গোলবারের নিচে আরেক বিস্ময় পেল আর্জেন্টিনা। তার নাম এমিলিয়ানো মার্তিনেস। এই মার্তিনেসের বীরত্বে স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে পৌছে গেল আর্জেন্টিনা। টানা তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা কাপের ফাইনালে নিয়ে গেলেন আর্সেনালের এই গোলরক্ষক। কোপার দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে পরাজিত করে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। আগামী রোববার সকালে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে লাতিন সেরার লড়াইয়ে।
নির্ধারিত সময়ের খেলার শুরু থেকেই আক্রমণাত্নক আর্জেন্টিনা। এগিয়ে যেতে পারত চতুর্থ মিনিটে। কিন্তু মেসির পাস থেকে গনসালেস যে শট নেন তা চলে যায় বাইরে। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। সপ্তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার মেসির পাস থেকে লাউতারো মার্তিনেস আড়াআড়ি শটে বল পাঠিয়ে দেন জালে। চলতি আসরে এটি মেসির পঞ্চম গোলের যোগান। কোপা আমেরিকার ইতিহাসেই যা সর্বোচ্চ। প্রথমার্ধে আর গোল হয়নি।
বিরতির দারুন ছন্দে ফিরে কলম্বিয়া। একের পর এক আক্রমণে করতে থাকে। ৬১ মিনিটে সমতা ফেরায় কলম্বিয়া। নিজেদের অর্ধ থেকে বাড়ানো ফ্রি কিক থেকে আর্জেন্টিনার ডি বঙে বল পেয়ে যান লুইস দিয়াস। দারুণ গতিতে ডিফেন্ডারকে এড়িয়ে বল জালে পাঠান তিনি। ৮১ মিনিটে এগিয়ে যেতে পারেনি আর্জেন্টিনা ভাগ্যের কারনে। ডি মারিয়ার পাস থেকে বল পর মেসি। দারুন এক শট নিয়েছিলেন কিন্তু তার সে শট ফিরে সাইডবারে লেগে। ফলে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় খেলা। আর সে টাইব্রেকারে বাজিমাত করল আর্জেন্টিনার গোল রক্ষক মার্তিনেস।