দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৪:৩২ পূর্বাহ্ণ

দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ভূকম্পনের উৎপত্তিস্থলের দূরত্ব ২৪২ কিলোমিটার। উৎপত্তিস্থল ভারতের আসামের কাছাকাছি লাখীপুরে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। তিনি জানান, আজ সকাল রাজধানী ৯টা ১৫ মিনিট ২৪ সেকেন্ডে দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ৫ দশমিক ২ মাত্রায় মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল আসামের কাছাকাছি লাখীপুর।
ইউরোপিয়ান মেজারমেন্ট সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মেঘালয়ে। বাংলাদেশের শেরপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১০৭ কিলোমিটার।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আসাম ও মেঘালয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল আসামের গোয়ালপাড়া। ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

পূর্ববর্তী নিবন্ধগর্জনিয়ায় তরুণীর মুখে এসিড নিক্ষেপকারী যুবক আটক
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক