চায়ের দোকানে আড্ডা, রাস্তাঘাটে ঘোরাঘুরি

জেলা-উপজেলায় পুলিশ-সেনা যৌথ টহল, জরিমানা

আজাদী ডেস্ক | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ক্রম বর্ধমান করোনা মোকাবেলায় সরকার দফায় দফায় লকডাউন, কঠোর লকডাউন দিলেও জন সাধারণের একটি বড় অংশের মাঝে সেই তাড়না যেন অনুপস্থিত। স্বাস্থ্যবিধি অমান্য করে অনেকে খেয়াল-খুশি মত রাস্তা-ঘাটে ঘোরাফেরা করছেন, দিচ্ছেন চায়ের দোকানে বসে জম্পেস আড্ডা। প্রশাসন যতটা সম্ভব তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মানুষকে নিজ থেকে সচেতন না হলে করোনা নিয়ন্ত্রণের সরকারের সব চেষ্টা বৃথা যেতে পারে বলে উল্লেখ করেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে ৮টি মামলায় ৬ হাজার ১শ টাকা জরিমানা করে।
বাঁশখালীতে লকডাউনে কঠোর নজরদারি অংশ হিসাবে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী, ওসি মোহাম্মদ সফিউল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে বাঁশখালীর বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময় তারা অকারণে বাইরে বের হওয়া লোকজনকে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া যে সব দোকান খোলা রয়েছে তাদের জরিমানা করেন।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানে হয়েছে। উপজেলার আওতাধীন বিভিন্ন স্থানে সরকারি সিদ্ধান্ত অমান্য করায় ১০টি মামলা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে ৪ হাজার ৬ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে। হাটহাজারী পৌরসভা, চারিয়া, সরকারহাট বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম পরিচালিত হয়।
পৌরসভায় সরকারি নির্দেশনা অমান্য করে ৫টার পর দুইটি মুদি দোকান খোলা রাখায় ২ হাজার ৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।
লোহাগাড়া : লোহাগাড়ায় লকডাউনের ষষ্ঠ দিন ২৪ মামলায় ২৭ হাজার ২৩০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের আলিকদম ২৭ বীরের ক্যাপ্টেন মো. যাযাউল ইসলাম, থানার এসআই দেলোয়ার হোসেন, ভূমি অফিসের সমির চৌধুরী, নয়ন দাশ ও ইউএনও কার্যালয়ের সমির চক্রবর্তী।
নির্বাহী ম্যাজেস্ট্রেট আহসান হাবীব জিতু জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মোটরসাইকেল ও প্রাইভেটকারে অযথা ঘুরাঘুরি, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া ও মাস্ক না পরায় সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ ধারায় ২৪ জনকে ২৭ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, করোনা মহামারী প্রতিরোধে কঠোর লকডাউনের অভিযান অব্যাহত রেখেছে সীতাকুণ্ড উপজেলায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। মহাসড়কে পুলিশ ও সেনাবাহিনীর টহল ছিল জোরদার। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে দিনব্যাপী অভিযান পরিচালিত হয়।
বিকাল ৫টার পর দোকান খোলা রাখার অভিযোগে উপজেলার ভাটিয়ারী, জলিল বাজার, মাদামবিবির হাট, কদম রসুল, ফুলতলা, ছোট কুমিরা, বড় কুমিরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে ১১টি প্রতিষ্ঠান/ব্যক্তিকে মোট সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট এলাকার দোকান/বাজার/মার্কেট বন্ধ করে দেওয়া হয়।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। এছাড়া মাঠে রয়েছে র‌্যাব ও পুলিশের টহল দল। গত ৬ দিন ধরে নিয়মিত আদায় করা হচ্ছে জরিমানা, চলছে তল্লাশি। এতে সড়ক জুড়ে কঠোর লকডাউন পালিত হলেও লকডাউনের ৬ষ্ট দিন গতকাল মঙ্গলবার দেখা যায় ভিন্ন চিত্র। এদিন সড়ক জুড়ে বেড়েছে মানুষের আনাগোনা ও যানবাহন চলাচল। প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক জুড়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং নির্বিঘ্নে চলছে যানবাহন। বিকালের দিকে ইছাখালী এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে র‌্যাব-৭ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫টি মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার মতো জরুরি প্রয়োজনের কাগজপত্র, কর্মজীবীদের পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র কিংবা সন্তোষজনক জবাব দিতে না পারলেই ফিরিয়ে দেওয়া হয়েছে গাড়ি। বাড়াবাড়ি করলে, মিথ্যার আশ্রয় নিলে কিংবা অজুহাত দিয়ে পার পাওয়ার অপচেষ্টা করলেই গাড়ি আটক করে জরিমানা করা হয়েছ।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধ প্রতিপালন মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন। নিয়মিত অভিযান চালিয়ে এখন পর্যন্ত লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলমান থাকবে। তবে মানুষকে নিজে থেকে সচেতন হতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সন্দ্বীপ : চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে কঠোর লকডাউনে সামাজিক দূরত্ব ও সরকারি বিধিনিষেধ পালনে উপজেলা প্রশাসন ও সন্দ্বীপ থানার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় এই অভিযান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ খান উপস্থিত ছিলেন।
বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া থেকে জনসাধারণকে বিরত থাকা এবং নিত্যপ্রয়োজনীয় ও ওষুধের দোকান ব্যতীত অন্যগুলো বন্ধ রাখার জন্য এসময় মোবাইল কোর্ট থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় টেইলার্স, কাপড় ও ক্রোকারিজের ৪টি দোকান খোলা রাখায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রিকশা চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশীলকূপে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে স্বামীর আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধতারেক দেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিলেন : নওফেল