আনোয়ারার উপকূলীয় রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় উপজেলা মৎস্য অফিস ও সাংগু কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে ১৫৬০ কেজি সামুদ্রিক মাছসহ একটি পিকআপ জব্দ করে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গতকাল মঙ্গলবার সকালে উক্ত পিকআপ চালককে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য অফিসার মো. রাশিদুল হক ও সাংগু কোস্ট গার্ডের সিপিও কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার সময় পিকআপটি জব্দ করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছগুলো (উলুয়া, ছোট লইট্যা) স্থানীয়দের উপস্থিতিতে সিজি স্টেশন সাংগুর মাধ্যমে ৩৮টি এতিমখানায় বিতরণ করা হয়।












