নোটিশ ছাড়াই রাতের আঁধারে বাগরাম ঘাঁটি ছেড়ে গেল মার্কিন সেনা

| বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

আফগানিস্তান কর্তৃপক্ষকে কোনও কিছু না জানিয়ে রাতের আঁধারে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বাগরাম ছেড়ে গেছে মার্কিন সেনাবাহিনী। ঘাঁটিটির নতুন আফগান কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি জানিয়েছেন, স্থানীয় সময় গত শুক্রবার রাত তিনটার দিকে মার্কিন বাহিনী ঘাঁটি ছেড়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর বিষয়টি বুঝতে পারে আফগান কর্তৃপক্ষ। এছাড়া ঘাঁটিটিতে থাকা কারাগারে পাঁচ হাজারেরও বেশি তালেবান বন্দিকে রেখে যায় তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন নতুন আফগান কমান্ডার।
মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দ্রুতগতিতে অগ্রসর হতে শুরু করেছে তালেবান। জেনারেল কোহিস্তানি জানিয়েছেন, তারা ধারণা করছেন বাগরাম ঘাঁটিতে হামলা চালাবে তালেবান। ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তিনি ইতোমধ্যেই খবর পেয়েছেন যে সশস্ত্র গোষ্ঠীটি আশেপাশের গ্রামগুলোতে কার্যক্রম শুরু করেছে।
বাগরাম ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি বলেন, ‘আপনারা জানেন আমেরিকানদের সঙ্গে তুলনা করা হলে, বড় পার্থক্য রয়েছে। কিন্তু আমাদের সক্ষমতা অনুযায়ী…আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর জনগণের সেবা ও নিরাপত্তায় সাধ্যমতো সবচেষ্টাই করবো।’
গত শুক্রবার বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে আগামী ১১ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান থেকে কার্যত সেনা প্রত্যাহার করে নিলো প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। শেষ রাতে সেনা প্রত্যাহার নিয়ে জানতে চাইলে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেজেট গত সপ্তাহে এক বিবৃতির দিকে ইঙ্গিত করেন। ওই বিবৃতিতে বলা হয়, আফগান নেতাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার সমন্বয় করেছে তারা।

পূর্ববর্তী নিবন্ধদূর প্রাচ্যের সাগরে ২৮ আরোহীসহ রুশ বিমান বিধ্বস্ত
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের নেতৃত্বে ব্রেন্ডন টেইলর