মৃত হিন্দু নারীর সৎকার করল গাউসিয়া কমিটি

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

শোভা রানী নাথ (৬০)। করোনায় আক্রান্ত হয়ে গত রোববার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান। ভয়ে তার দুই ছেলে কিংবা স্বজনের কেউ এগিয়ে আসেননি মরদেহ সৎকারে। পরে খবর দেওয়া হয় গাউসিয়া কমিটি বাংলাদেশকে। খবর পেয়ে জেনারেল হাসপাতাল থেকে মরদেহ নিয়ে রওনা হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মরদেহের গোসল দেন এ কমিটির নারী সদস্যরা। শোভা রানীর বাড়ি জেলার মীরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায়। সকাল ১০টায় চট্টগ্রাম থেকে মরদেহ নিয়ে রওনা হন গাউসিয়া কমিটির সদস্যরা। দুপুরে মরদেহ নিয়ে এলাকায় পৌঁছালে তৈরি হয় নতুন বিপত্তি। করোনা ছড়ানোর আতঙ্কে মরদেহ এলাকায় প্রবেশ করতে দিতে রাজি নন প্রতিবেশী ও এলাকাবাসীর লোকজন। তারা অ্যাম্বুলেন্স ঘিরে ধরে মরদেহ নামাতে বাধা দেন।
এ সময় সেখানে উপস্থিত হন মীরসরাই ও সীতাকুণ্ড গাউসিয়া কমিটি এবং মীরসরাই উপজেলার শ্মশান সংস্কার ও সৎকার কমিটির নেতৃবৃন্দ। তারপর বাধাদানকারীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা চলে বাগবিতণ্ডা। সীতাকুণ্ড গাউসিয়া কমিটির টিম লিডার মামুনুর রশীদ বলেন, খুব অমানবিক দৃশ্য। মরদেহ নিয়ে দাঁড়িয়ে থাকি দুই ঘণ্টা। যেখানে এমন কাজে সবাই আমাদের সহায়তা করার কথা, সেখানে আমাদের বাধা দেওয়া হচ্ছে। আমরা এটা কল্পনাও করিনি। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। অথচ সারা বছর যাঁদের সঙ্গে উনি চলাফেরা করলেন, মৃত্যুর পর তাকেই ফেলে গেলেন তারা। পরে অনেক বুঝিয়ে আমরা তাদের রাজি করাই। অবশেষে বিকেল নাগাদ মরদেহ সৎকার করি। সৎকাওে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির মো. নুরুদ্দিন, মো. আলী আকবর, মো. শাহজাহান, মো. জিকু, রেদোয়ান ও সাজিদ।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের রান্না করা খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধকরোনা প্রতিরোধে গণসচেতনতা জরুরি