চট্টগ্রাম জেলার এডিসি (এলএ শাখা) মাসুদ কামাল বলেছেন, পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত ও নির্মিত পাহাড়ের প্রতিটি ঘরে অতি শীঘ্রই বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। গতকাল সোমবার হাইদগাঁও ইউনিয়নের পাহাড়ারিকা পল্লী আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ ও নির্মিত ঘর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা। এডিসি মাসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেশের গৃহহীনদের জন্য গৃহ উপহার দিয়েছেন। সরকারি খাস জায়গায় তাদেরকে সেমিপাকা ঘর ও জমি প্রদান করা হয়েছে। বর্তমানে পটিয়ায় ৩৬টি ঘরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে আলোকিত করা হয়েছে। অতি সহসা অন্যান্য ঘরগুলোতেও বিদ্যুৎ সংযোগসহ পানির ব্যবস্থা করা হবে।