স্মার্টফোন চার্জের ফলে বৈদ্যুতিক বিল বাবদ কত টাকা খরচ হচ্ছে- এ বিষয়ে কি কেউ হিসাব কষেছেন? ছোট্ট একটি পরীক্ষা করে নিজেই জেনে নিতে পারবেন আপনার ফোনের বৈদ্যুতিক খরচ। পরীক্ষার আগেই আপনার ফোনের ব্যাটারি কত মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ), চার্জার কত ওয়াট এবং শতভাগ চার্জ হতে কত সময় লাগে তা জানা লাগবে। প্রথমে ফোনের চার্জ শূণ্য করে ফেলুন।
শূণ্য চার্জ থাকা অবস্থায় ফোনটি চার্জে দিন এবং শতভাগ চার্জ হতে কতক্ষণ সময় লাগলো তা লিখে ফেলুন।
এবার আপনার তথ্যগুলো নিয়ে একটু হিসাব করতে হবে। মনে করুন, ৪ হাজার এমএএইচ’র একটি ফোন ৫ ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে আপনার ৩ ঘণ্টা লেগেছে। অর্থাৎ মোট বিদ্যুৎ খরচ হয়েছে ৩ ঘণ্টা গুণ ৫ ওয়াট মানে ১৫ ওয়াট। এক কিলোওয়াটে এক হাজার ওয়াট হলে। ১৫ ওয়াট সমান ০.০১৫ কিলোওয়াট। ২০২০ সালের ১ মার্চ থেকে দ্বিতীয় শ্রেণির আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট বিদ্যুতের খরচ ঘন্টায় ৫ টাকা ৭২ পয়সা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সেই হিসেবে ০.০১৫ কিলোওয়াট বিদ্যুতের খরচ পড়বে ০.০৮৫৮ টাকা। অর্থাৎ নয় পয়সার মতো। কেউ যদি প্রতিদিন একবার এবং বছরে ৩৬৫ বার চার্জ করেন, তবে তার মোট খরচ হবে ৩২ টাকার মতো।