নগরীসহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম আবহাওয়া অফিস থেকে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১২-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম নদী বন্দরের জন্য এক নম্বর নৌ-সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।