ব্যাংকগুলোতে লম্বা লাইন উপেক্ষিত স্বাস্থ্যবিধি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৪:৫৮ পূর্বাহ্ণ

আগামী ৮ জুলাই থেকে চলমান কঠোর লকডাউন আরো সাতদিন বাড়ানোর খবরে ব্যাংক পাড়ায় ভিড় বেড়েছে। ব্যাংকগুলোতে গ্রাহকরা নগদ টাকা উত্তোলনে হুমড়ি খেয়ে পড়েন। এ সময় ব্যাংকারদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রায় সব ব্যাংকের সামনে দীর্ঘ সারি দেখা যায়। এমনকি অনেক ব্যাংকের সারি রাস্তা পর্যন্ত চলে আসে। অতিরিক্ত চাপের কারণে স্বাস্থ্যবিধিও ছিল উপেক্ষিত।
গতকাল জামালখান প্রেস ক্লাব, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জিইসি, চকবাজার এবং আন্দকিল্লা এলাকার কয়েকটি ব্যাংক ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে গ্রাহকের চাপের কারণে সেবা দিতে হিমশিম খেতে হয় ব্যাংকারদের।
নগরীর জামাল খান এলাকার অগ্রণী ব্যাংক প্রেস ক্লাব শাখায় আসা গ্রাহক তারেক নেওয়াজ পলাশ বলেন, লকডাউনের সময়সীমা বাড়ানোর কারণে প্রয়োজনীয় কিছু টাকা তুলতে ব্যাংকে এসেছি। কয়েকটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানান, কঠোর লকডাউনের খবরে অনেক গ্রাহক ব্যাংকে ছুটে এসেছেন। টাকা জমা দেয়ার চেয়ে উত্তোলনের চাপই বেশি ছিল।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে ফের এলো অক্সিজেন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় মাছ ধরতে এসে লাশ হলেন ঈদগাঁওয়ের জেলে