রেস্টেুরেন্টে কনে দেখতে এসে গুনল জরিমানা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৪:৪৯ পূর্বাহ্ণ

বিয়ের আগেই যেন বিয়ের প্রস্তুতির জরিমানা গুনতে হলো বিয়ের জন্য পাত্রী খোঁজা এক যুবককে। বিয়ের জন্য মেয়ে দেখতে এসে জরিমানা গুনলো মো. সোহেল নামের এ যুবক। গতকাল সোমবার পটিয়া উপজেলা ভূমি অফিসের পাশে একটি রেস্টুরেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওই যুবককে ৫শ’ টাকার জরিমানার একটি নোট গুনতে হয়। এসময় ‘মা’ রেস্টুরেন্টকেও দুই হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
অন্যদিকে গতকাল সোমবার লকডাউনের ৫ম দিনে পটিয়ায় স্বাস্থবিধি না মানায় ভ্রাম্যামাণ আদালত পৃথক ১০টি মামলায় ৫ হাজার ১শত টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে পটিয়া পৌরসদরের ছুবর রোড, আদালত রোড, আনোয়ারা রোড ও হাইওয়ে সড়ক এলাকায় স্বাস্থবিধি না মেনে দোকান পরিচালনা ও মাস্ক না পরায় এ অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন। এ সময় উপস্থিত ছিলেন রামু সেনানিবাসের লেফটেনেন্ট কর্নেল এম এ এম মাহাবুবুজ্জমান ও পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদারসহ থানা পুলিশ।
অন্যদিকে পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২৩ জনের করোনা নমুনা পরীক্ষা করে ১১ জনের পজিটিভ পাওয়া যায় বলে পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান। গতকাল সোমবার ৫ জন করোনা রোগী ভর্তি থাকলেও অবস্থা আশংকাজনক হওয়ায় ১ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাছাড়া উপজেলায় লকডাউন বাস্তবায়নে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ চেকপোস্ট পরিচালনা করলেও সিএনজি ও ব্যাটারি চালিত রিঙা চলাচল বৃদ্ধি পেয়েছে এবং জনসাধারণ কারণে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হয়ে বাইরে ঘোরাফেরা করছে।

পূর্ববর্তী নিবন্ধকঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ল
পরবর্তী নিবন্ধঅলি-গলিতে জটলা চা দোকানে আড্ডা