প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৭ জুলাই। তার আগে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি শ্যাচে দারুন উজ্জ্বল সাকিব আল হাসান। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও দ্যুতি ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ৫৬ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে অবসরে গিয়েছিলেন সাকিব। সাকিবের ঝড়ো ব্যাটিং এর পর সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ২ উইকেটে ৩১৩ রান করেছিল। সাকিব ১৪ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৫৬ বলে খেললেন ৭৪ রানের ইনিংস। এছাড়া সাইফ ৬৫, শান্ত ৫২, অধিনায়ক মোমিনুল ২৯, লিটন দাশ ৩৭ এবং মাহমুদউল্লাহ ৪০ রান করে অপরাজিত ছিলেন।
ব্যাটিংয়ে দারুন করার পর বল হাতেও দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। সেখানেও এগিয়ে সাকিব। তাকে বেশ ভালই অনুসরন করেছেন মিরাজ। এই দুই স্পিনারের ঘুর্নিতে এক রকম কাবু জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের ব্যাটসম্যানরা। গতকাল দুই দিনের ম্যাচের শেষ দিনে সাকিব-মিরাজের ঘুর্নির মুখে পড়ে ২০২ রানে অল আউট হয় জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ তাদের প্রথম ইনিংসে। স্বাগতিক দলটির পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন মারুমা। তার ব্যাট থেকে আসে ৫৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে কাইটানুর ব্যাট থেকে। বাংলাদেশ দলের পক্ষে সাকিব আল হাসান নিয়েছেন ৩৪ রানে ৩ উইকেট। ৬৪ রানে ৩টি উইকেট নিয়েছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। পেসার শরীফুল ইসলাম নিয়েছেন ৩৩ রানে ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ শুভ সূচনা করেছিল। প্রথশ ইনিংসে ব্যাট করতে নামেননি তামিম ইকবাল। তবে দ্বিতীয় ইনিংসে নেমে তিনি বেশ ভালই শুরু করেছিলেন। এই রিপোর্ট লেখা পযন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২২ রান। যেখানে তামিমের ব্যাট থেকে আসে ১৮ রান। প্রস্তুতি ম্যাচটাতে নিজেদের বেশ ভালই ঝালাই করে নিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলাররা। এখন সিরিজের একমাত্র টেস্টে এই প্রস্তুতি কাজে লাগাতে চায় টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধমেসির চোখ এখন ট্রফিতে
পরবর্তী নিবন্ধঅ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ ইলেভেন!