আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ থাকায় আসন্ন লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম অংশে নাও খেলতে পারেন বাংলাদেশ দল থেকে ডাক পাওয়া ছয় ক্রিকেটার। লংকা লিগের দ্বিতীয় আসরটি ৩০ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ২২ আগস্ট। আর বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২-৮ আগস্ট। তবে এরপরে যদি বাংলাদেশের কোন সিরিজ না থাকে সেক্ষেত্রে তাদের এলপিলে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) দিতে আপত্তি করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এলপিএল এর দ্বিতীয় আসরে বাংলাদেশের যে সাত ক্রিকেটার নিবন্ধন করেছেন তারা হলেন; সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। বিষয়টি আরও পরিষ্কার করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি জানালেন, যেহেতু আমরা দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দিয়ে থাকি তাই অস্ট্রেলিয়া সিরিজের সময় তাদের খেলার সম্ভাবনা খুবই কম। তারা খেলতে পারে যখন দেশের খেলা থাকে না বা ছুটিতে থাকবে।