লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের খাঁনদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালি জমিতে উল্টে যায়। দুর্ঘটনার পর পরই চালক ও সহকারী ঘটনাস্থল ত্যাগ করায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ির মালিক রডবোঝাই ট্রাকটি উদ্ধার করে নিয়ে যাবে বলে জানান।