বিদেশগামী কর্মীদের টিকা প্রদানে সুযোগ দেয়ায় সুজনের কৃতজ্ঞতা

| শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

বিদেশগামী কর্মীদের টিকা প্রদানে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন চসিকের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। সৌদি অবস্থানকালীন সুজন গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় তিনি বলেন, বিদেশগামী কর্মীদের টিকা প্রদানে অনিশ্চয়তা শুরু হওয়ার সাথে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। প্রবাসীরা ছুটিতে এসে টিকা গ্রহণ নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের কথা ঘোষণা করেছেন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে বিদেশগামী কর্মীদের সঠিক টিকা প্রদানের অনুরোধ জানান সুজন। সঠিক টিকা প্রদান না করলে বিদেশগামী কর্মীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং এর খরচও বিদেশগামী কর্মীদের বহন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়াবাসী পেলেন লাশবাহী ফ্রিজার ভ্যান
পরবর্তী নিবন্ধজেলা-উপজেলায় অভিযান, জরিমানা