স্টেডিয়ামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

নগরীর সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুহুল মিয়া (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) শীলাব্রত বড়ুয়া বলেন, গুরুতর আহত অবস্থায় রুহুল মিয়াকে চমেক হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী সাহাবউদ্দীন বলেন, স্টেডিয়ামের একপাশে ফ্লোর ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় পানির পাম্প চালু করতে গিয়ে রুহুল আমিনের মৃত্যু হয়। তিনি কন্ট্রাক্টর ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ার দখল নিচ্ছে ডেল্টা
পরবর্তী নিবন্ধইউরোর সেমিতে স্পেন