খাগড়াছড়িতে এ যাবৎ সর্বোচ্চ ৪৮ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। আজ শুক্রবার (২ জুলাই) জেলা সিভিল সার্জন নুপুর কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় ১৪৩ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা জেলার সর্বোচ্চ। এর আগে বুধবার সর্বোচ্চ শনাক্ত ছিল ৪৫ জন। ৪৮ ঘন্টার ব্যবধানে শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। শনাক্তের হার ৩৩.৫৬ শতাংশ। চলতি মাসে মোট ২শ ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।
তাদের মধ্যে ৮৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬.৫৫ শতাংশ। অথচ জুন মাসে এ হার ছিল ১৫.৩৮%। হাসপাতালে ভর্তি রয়েছে ২৮ রোগী। এর মধ্যে করোনা পজেটিভ ১২। সন্দেহজনক রোগীর সংখ্যা ১৬ জন। আক্রান্তদের মধ্যে মাটিরাঙায় ৫ জন, রামগড়ে ১জন, মানিকছড়িতে ৩ জন ও সদরে ৩৯ জন। সবাইকে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান সিভিল সার্জন।












