রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের বোর্ড মিটিং এবং ২০২১-২০২২ রোটাবর্ষের কার্যকরী কমিটি গঠন সম্প্রতি একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আমজাদ হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেসিডেন্ট প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, সেক্রেটারি মোহাম্মদ সালাহউদ্দিন, আইপিপি আমজাদ হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট- আলমগীর পারভেজ, ভাইস প্রেসিডেন্ট- জামাল উদ্দিন শিকদার ও সৈয়দা কামরুন নাহার, জয়েন্ট সেক্রেটারি- মোঃ আলী, ট্রেজারার- মোহাম্মদ ইকরাম পাশা, ডিরেক্টর ক্লাব সার্ভিস- মিজানুর রহমান আপন, ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস- লোকমান হোসেন চৌধুরী, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস- নুরুল আবসার, ডিরেক্টর ইয়থ সার্ভিস- ড. আয়েশা আফরিন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস- এস এম জমির উদ্দিন, বুলেটিন এডিটর- মোঃ আবদুল খালেক, জয়েন্ট বুলেটিন এডিটর- তাসিন চৌধুরী, সার্জেন্ট এট আর্মস- তৌহিদ উল্লাহ চৌধুরী, সার্জেন্ট এট আর্মস- ফিলিপ গোমস, ক্লাব ট্রেইনার- সিপি মোহাম্মদ শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।












