কাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-চিলি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

কোপা আমেরিকা কাপের ২০১৫ এবং ২০১৬ সালের আসরের চ্যাম্পিয়ন চিলি। অপরদিকে গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল। দুই চ্যাম্পিয়নের লড়াই কাল। তবে সেটা ফাইনালে নয়। কোয়ার্টার ফাইনালে। কোপা আমেরিকা কাপের শেষ আটের লড়াই শুরু হচ্ছে কাল থেকে যেখানে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। ২০১৫ এবং ২০১৬ সালের আসরে আর্জেন্টিনাকে বিদায় করে শিরোপা জিতেছিল চিলি। সেই চিলির সামনে আজ ব্রাজিল। যেখানে চিলি বাধা টপকে শেষ চারে যেতে হবে নেইমারদের। যদিও গ্রুপ পর্ব থেকে মাত্র একটি জয় নিয়ে শেষ আটে এসেছে চিলি। অপরদিকে ব্রাজিল এসেছে একটি মাত্র পয়েন্ট হারিয়ে। তারপরও প্রতিপক্ষ চিলি বলেই হয়তো একটু বাড়তি চিন্তা ব্রাজিল শিবিরে। কারণ গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে এই চিলি।
এবারের কোপা কাপে ব্রাজিলের অজেয় যাত্রায় দারুণ অবদান ডিফেন্ডারদের। তাদের সামনে এবার চিলি পরীক্ষা। কারণ জায়গা পেলেই গোলের জন্য শট নিতে অভ্যস্ত চিলি। তাই বাড়তি সতর্কতার প্রয়োজন দেখছেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা।
অভিজ্ঞ এই ডিফেন্ডার কোয়ার্টার ফাইনালে সতীর্থদের রক্ষণ আরও জমাট রাখার তাগিদ দিয়েছেন। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে কেবল একবার ব্রাজিল হজম করেছে একাধিক গোল। গত বছর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ৪-২ গোলে জিতেছিল ব্রাজিল। কোপা আমেরিকার গ্রুপ পর্বে দুটি গোল হজম করেছে ব্রাজিল। তবে চিলি বড় চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করছেন সিলভা। চিলি এখন পর্যন্ত গোলের জন্য প্রতিপক্ষের জালে ১৭টি শট নিয়েছে।
যদিও ৩টির বেশি গোল করতে পারেনি। তবে তারা যখনই খালি জায়গা পায় তখনই গোলের জন্য শট নেয়। তাই তাদের শট নেওয়া আটকাতে চায় ব্রাজিল। অপরদিকে গ্রুপ পর্বের চার ম্যাচে ৮ গোল দিয়েছে ব্রাজিল। হজম করেছে দুটি।
রক্ষণ পেরিয়ে ব্রাজিলের গোলরক্ষককে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি। চিলির বিপক্ষে রক্ষণে একই রকম মনোযোগী থাকার প্রতিশ্রুতি দিলেন সিলভা। তবে এটা কোয়ার্টার ফাইনাল। এখানে পা হড়কানোর কোন সুযোগ নাই। নির্ধারিত ৯০ মিনিটের পাশাপাশি অতিরিক্তর৩০ মিনিট কিংবা টাইব্রেকারের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে বললেন সিলভা। তবে তাদের লক্ষ্য শেষ চার নিশ্চিত করা।

পূর্ববর্তী নিবন্ধমামুনুল ও সানডের গোলে আবাহনীর জয়
পরবর্তী নিবন্ধসাকিবকে বাজে আচরণের রাজা বললেন ক্রিকইনফো