যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন নেটো জোটের সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যেতে থাকার মধ্যে সেখানে তালেবানের দৌরাত্ম বেড়ে যাওয়ায় তাদের অগ্রযাত্রা ঠেকাতে এবার হাতে অস্ত্র তুলে নিতে শুরু করেছে সাধারণ আফগানরাও। খবর বিডিনিউজের।
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের উঁচু পাহাড়ের এক জায়গায় ছোট একটি তালেবান বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন ৫৫ বছর বয়সী দোস্ত মোহাম্মদ সালাঙ্গি। হাতে তার অস্ত্র, আর কণ্ঠে কবিতা। মুখে ঘন দাড়ি, মাথায় ঐতিহ্যবাহী টুপি পরা এই আফগান দেশে তালেবানের উত্থান ঠেকাতে বদ্ধপরিকর।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরই মোতায়েন থাকা জার্মানির সবচেয়ে বড় সেনা দলটি তলপি-তলপা গুটিয়ে চলে যাওয়ার পর কথাগুলো বলছিলেন ফরিদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেটো গত এপ্রিলের মাঝামাঝিতে ঘোষণা দিয়ে জানিয়েছিল, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি ১০ হাজার সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। ওই ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রায় অর্ধেক সেনাই প্রত্যাহার হয়ে গেছে। আর এর সঙ্গে সঙ্গে আফগানিস্তানে বেড়েছে তালেবান হামলা।
আফগান প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আজমল ওমর জানান, তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে আগ্রহী আফগানদেরকে আঞ্চলিক সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে। কিন্তু উত্তরোত্তর আরও অনেক গ্রুপ অস্ত্র হাতে তুলে নেওয়ার ফলে আফগানিস্তানে গৃহযুদ্ধের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক।
আফগানিস্তানে সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার চেষ্টায় আলোচনার প্রক্রিয়া থমকে আছে। যদিও আফগান শান্তি পরিষদের প্রধান বলেছেন, তালেবান হামলা বাড়লেও এ চেষ্টা ছেড়ে দেওয়া উচিত নয়।