কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন করছে চীন

| শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন করছে। সামরিক বিমানের ফ্লাই-পাস্ট, তোপধ্বনি ও দেশাত্মবোধক গানের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়। বিশেষ এ দিনটি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে ৭০ হাজার লোকের উপস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভাষণে তিনি চীনের জনগণ যে ‘নতুন পৃথিবী’ গড়ে তুলেছে তার প্রশংসা করেন। পাশাপাশি যেসব বিদেশি বাহিনী দেশটিকে দুর্বল ভেবে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের মাথা স্টিলের মহাদেয়ালে চূর্ণ হয়ে যাবে বলে সতর্ক করেন তিনি। টেলিভিশনে সমপ্রচারিত ঘণ্টাকালব্যাপী বক্তৃতায় শি চীনের সামরিক বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন, তাইওয়ানের ‘পুনর্মিলনের’ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা বলেন এবং হংকং ও ম্যাকাওয়ের স্বায়ত্তশাসনের ওপর জোর দেন।
একটি পরিমিত সমৃদ্ধ সমাজ গড়ে তোলার মাধ্যমে চীন তার শতবর্ষী লক্ষ্য অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি। রয়টার্স বলছে, কোভিড-১৯ প্রাদুর্ভাব থেকে চীনকে দ্রুত বের করে নিয়ে আসা ও বিশ্ব মঞ্চে আরও দৃঢ় অবস্থান নেওয়ার জন্য শি ও কমিউনিস্ট পার্টির নেতারা আরও উচ্চাসনে প্রতিষ্ঠিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকোভিশিল্ড নিলে যাওয়া যাবে ইউরোপের ৯ দেশে
পরবর্তী নিবন্ধনজিরবিহীন তাপপ্রবাহে কানাডা যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল